কনসেপ্ট নোট: সুন্নাহ কনফারেন্স বাংলাদেশ
‘সুন্নাহর প্রামাণিকতা ও এ সংক্রান্ত সংশয়ের অপনোদন: প্রেক্ষাপট বাংলাদেশ’
আপনারা জানেন যে, সুন্নাহ নিয়ে উম্মাহর মধ্যে পরিকল্পিতভাবে নানা বিভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে এবং বহু লোক এ নিয়ে নানা বিচ্যুতির মুখোমুখি হচ্ছেন। ফলে এ সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে ইসলামী জ্ঞানের উৎস হিসাবে সুন্নাহর মর্যাদা ও প্রামাণিকতা এবং সংশয়বাদীদের এতদসংক্রান্ত যত বক্তব্য ও যুক্তি রয়েছে সেগুলোর ওপর গবেষণামূলক ও বিশ্লেষণাত্মক আলোচনাপূর্বক অপনোদন করা।
এমন এক প্রেক্ষাপটে ‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’ ও ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাফোডিল ইসলামকি সন্টোর যৌথভাবে ‘সুন্নাহর প্রামাণিকতা ও এ সংক্রান্ত সংশয়ের অপনোদন: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক একটি আন্তর্জাতিক মানের কনফারেন্স আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কনফারেন্সের যে থিম ও বিষয় নির্ধারণ করা হয়েছে তার আলোকে আমরা বিশ^বিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীবৃন্দকে মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ লেখার আহ্বান জানাচ্ছি।
সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য
১. মুসলিম জীবনে আল-কুরআন ও আস-সুন্নাহর প্রয়োজন ও গুরুত্ব তুলে ধরা।
২. আল-কুরআন ও আস-সুন্নাহর খেদমতে বিভিন্ন যুগে মুসলিম স্কলারদের অবদান তুলে ধরা।
৩. শরীয়ার উৎস ও ওহী হিসাবে সুন্নাহর অথরিটি ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা।
৪. কুরআন ও সুন্নাহর মধ্যকার সম্পর্ক তুলে ধরা।
৫. সুন্নাহর বিরুদ্ধে যেসকল ভ্রান্তি ও সংশয় ছড়ানো হচ্ছে সেগুলোর ওপর বিশ্লেষণাত্মক আলোচনা ও গবেষণামূলক উত্তর প্রদান করা।
৬. ইসলামী জ্ঞানের প্রসারে গৃহীত প্রবন্ধমালা নিয়ে সম্মেলন গ্রন্থ প্রকাশ করা।
লেখক/গবেষক/প্রবন্ধকারের জন্য নির্দেশিকা
১. গবেষণা প্রবন্ধ অবশ্যই বাংলা ভাষায় লিখতে হবে। অন্যকোনো ভাষায় লিখিত প্রবন্ধ গৃহীত হবে না।
২. গবেষণার সাধারণ নীতি-পদ্ধতি অনুসরণ করা।
৩. অন্যকোনো গবেষণা প্রবন্ধ, প্রকাশিত/অপ্রকাশিত থিসিস বা ওয়েবসাইট থেকে হুবহু কপি না করা।
৪. প্রবন্ধটি অন্য কোথাও প্রকাশিত হয়নি বা অন্য কোথাও প্রকাশের জন্য জমা প্রদান করা হয়নি এ মর্মে নিশ্চয়তা প্রদান করা।
৫. প্রবন্ধের শিরোনাম (Title) ও সারকথা (Abstract) অনূর্ধ্ব ২৫০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা।
৬. গবেষণা প্রবন্ধটি ২০০০ থেকে অনূর্ধ্ব ১০,০০০ শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা।
৭. নিম্নলিখিত প্রযুক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী সফট কপি কনফারেন্স কর্তৃপক্ষের নিকটে জমা প্রদান করা:
– বাংলা লিখনের ক্ষেত্রে ঝঁঃড়হহু গঔ ফন্ট ব্যবহার করা।
-কুরআনের আয়াত লিখনের ক্ষেত্রে مصحف المدينة الإلكتروني/ Traditional Arabic ফন্ট ব্যবহার করা।
-হাদীস অথবা আরবী উদ্ধৃতি লিখনের ক্ষেত্রে ঞৎধফরঃরড়হধষ অৎধনরপ ফন্ট ব্যবহার করা।
-প্রবন্ধের পেইজ সাইজ A4 (21 cm + 29.7 cm) হওয়া।
-মূল টেক্সট-এর ফন্ট সাইজ বাংলায়: ১৩ এবং আরবীতে: ১৫ হওয়া এবং ফন্ট কালার অটোমেটিক হওয়া।
– ফুটনোটের ফন্ট সাইজ বাংলায়: ১১ এবং আরবীতে: ১২ হওয়া এবং ফন্ট কালার অটোমেটিক হওয়া।
৮. চূড়ান্তভাবে গৃহীত প্রবন্ধের জন্য প্রাবন্ধিক সম্মানী পাবেন।
কনফারেন্সের থিমেটিক এরিয়া
(১)
المحور الأول: السنة النبوية وحي ومصدر للشريعة الإسلامية
ওহী ও ইসলামী শরীয়তরে উৎস হসিাবে আস-সুন্নাহ
১. التعريف بالسنّة ومكانتها.
সুন্নাহর পরচিতিি এবং ইসলামী শরীয়তে তার র্মযাদা ও র্কতৃত্ব
২. اثبات المصدرية الإلهية للسنة النبوية.
সুন্নাহ আল্লাহ প্রদত্ত উৎস : একটি বশ্লিষেণাত্মক র্পযালোচনা
৩. أهمية التمسك بالسنة ووجوب الالتزام بها.
সুন্নাহকে আঁকড়ে ধরার গুরুত্ব এবং তা অনুসরণরে আবশ্যকতা
৪. عناية العلماء بالسنّة النبوية عبر العصور.
যুগে যুগে সুন্নাহর প্রতি স্কলারদরে গুরুত্বারোপ
৫. التمسك بالقرآن والسنّة وأثره في حياة المسلمين.
কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা এবং মুসলমি জীবনে তার প্রভাব
৬. تاريخ تدوين السنة والشبهات حوله.
সুন্নাহ সংকলনরে ইতহিাস ও এ সংক্রান্ত সংশয়সমূহ
৭. تاريخ التشكيك في السنة والفِرق التى تبنت ذلك.
সুন্নাহ সর্ম্পকে সংশয় সৃষ্টরি ইতহিাস এবং এ কাজে সম্পৃক্ত দল-উপদলসমূহ
(২)
المحور الثاني: العلاقة بين القرآن والسنة
কুরআন ও সুন্নাহর মধ্যে পারস্পরকি সর্ম্পক
১. مكانة القرآن والسنة ومنزلتهما في الإسلام.
ইসলামে কুরআন-সুন্নাহর র্মযাদা ও অবস্থান
২. عدم التفريق بين حجية القرآن والسنة في العقائد والأحكام.
ও আহকাম সাব্যস্ত করার ক্ষত্রেে কুরআন-সুন্নাহর প্রমাণকিতায় র্পাথক্য না করা আকীদা
৩. حجية القرآن والسنة والتشكيك فيهما بالإلحاد : دراسة تحليلية.
কুরআন-সুন্নাহর প্রামাণকিতা এবং এতদুভয়ে নাস্তকিবাদ র্কতৃক সৃষ্ট সংশয় : একটি বশ্লিষেণাত্মক র্পযালোচনা
৪. تفنيد الشبهات حول مرجعية القرآن والسنة.
কুরআন-সুন্নাহ ইসলামরে উৎস হওয়ার ক্ষত্রেে উত্থাপতি সংশয়সমূহরে অপনোদন
(৩)
المحور الثالث: معالم حجية السنة
সুন্নাহর প্রামাণকিতার বভিন্নি দকি
১. دلائل القرآن على حجية السنة.
সুন্নাহর প্রামাণকিতা সাব্যস্তকরণে আল-কুরআনরে দলীলসমূহ
২. ثبوت السنة متواتراً.
সুন্নাহ শরীয়তরে দলীল হওয়ার বষিয়টি তাওয়াতুর পন্থায় (অসংখ্যক রাবীর র্বণনা দ্বারা) প্রমাণতি
৩. إجماع الأمة على حجية السنة.
সুন্নাহর প্রামাণকিতায় উম্মতরে ঐক্যমত
৪. الأدلة العقلية على ثبوت نقل السنة.
সুন্নাহ সাব্যস্ত করার ক্ষত্রেে বুদ্ধবিৃত্তকি ও যৌক্তকি দলীল
৫. واقعية التاريخ وثبوت السنة.
ঐতহিাসকি ঘটনাপ্রবাহ ও সুন্নাহর প্রামাণকিতা
(৪)
المحور الرابع: شبهات منكري السنة والرد عليها
সুন্নাহ অস্বীকারকারীদরে সংশয়সমূহ ও তার জবাব
১. شبهة عدم الحاجة إلى السنة النبوية استغناءً بالقرآن الكريم والرد عليها.
‘কুরআনই যথষ্টে, সুন্নাহর প্রয়োজন নইে’ র্শীষক সংশয় ও তার অপনোদন
২. شبهة حصر السنة المعتبرة في المتواتر منها وإسقاط حجية الآحاد والرد عليها.
খবরে আহাদ বাতলি করে সুন্নাহকে শুধুমাত্র মুতাওয়াতরিে সীমাবদ্ধকরণ সংক্রান্ত সংশয় ও তার জবাব
৩. شبهة الاتهام والطعن في نقلة السنة النبوية والرد عليها.
হাদীস র্বণনাকারীদরে ব্যাপারে অভযিোগ, সমালোচনা ও অস্বচ্ছতার অপবাদ সংক্রান্ত সংশয় ও তার জবাব
৪. دعوى ضياع السنة وعدم حفظها استناداً إلى النهي عن كتابتها وتأخر تدوينها والرد عليها.
লপিবিদ্ধে নষিধোজ্ঞা ও সংকলনে বলিম্ব হওয়ার কারণে সুন্নাহর বলিুপ্তি এবং তা সংরক্ষতি না হওয়ার দাবি ও তার জবাব
৫. إهمال مكانة علم الحديث والتشكيك في منهجية المحدثين وطرقهم في تصحيح الأخبار وتضعيفها والرد عليه.
ইলমুল হাদীসরে র্মযাদা ও র্কতৃত্বকে অবজ্ঞাকরণ এবং হাদীস যাচাইয়ে মুহাদ্দসিগণরে র্কমপন্থা বষিয়ে সংশয় সৃষ্টি ও তার জবাব
৬. دعوى تعارض السنة مع القرآن الكريم والرد عليها.
কুরআনরে সাথে সুন্নাহ সাংর্ঘষকি’ এমন দাবি ও তার অপনোদন‘
৭. شبهة تعارض الأحاديث الصحيحة بعضها البعض والرد عليها.
‘সহীহ হাদসিসমূহ পরস্পর বরিোধী’ এমন সংশয় ও তার অপনোদন
৮. دعوى تعارض السنة مع العقل والرد عليها.
‘ববিকে-যুক্তরি সাথে সুন্নাহ সাংর্ঘষকি’ র্শীষক দাবি ও তার জবাব
৯. طرق تلبيس المخالفين والمثيرين للشبهة في السنة النبوية والرد عليهم.
সুন্নাহ বরিোধী ও সংশয় উত্থাপনকারীদর র্কমপন্থাসমূহ ও তার জবাব
গুরুত্বপূর্ণ তারিখ ও তথ্য
প্রবন্ধের সারসংক্ষেপ (Abstract) জমাদানের সময়সীমা
মার্চ ১৫, ২০২৩
প্রবন্ধের সারসংক্ষেপ (Abstract) রিভিউ এবং ফিডব্যাক প্রদান
৫ কার্যদিবসের মধ্যে
প্রবন্ধ (Article) জমাদানের সময়সীমা
এপ্রিল ১৫, ২০২৩
সারসংক্ষেপ (Abstract) ও প্রবন্ধ (Article) জমাদান
sunnahconferencebd@gmail.com
সরাসরি যোগাযোগ
+৮৮ ০১৭৮৭ ২১২০২৫
+৮৮ ০১৮৩৪ ১৭৭৭৬৫
+৮৮ ০৯৬১০৯৯১৯৯১
আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
‘কুল্লিয়াতুল কুরআনিল কারীম ওয়াদ-দিরাসাতিল ইসলামিয়্যাহ’
(ইমাম বুখারী ট্রাস্ট কর্তৃক পরিচালিত বিশুদ্ধ ধারার একটি উচ্চতর ইসলামী শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান)
সেক্টর # ৫, রোড # ৬/এ, বাসা # ১৭, উত্তরা মডেল টাউন, ঢাকা- ১২৩০, বাংলাদেশ
ফোন: ০১৮৩৪ ১৭৭৭৬৫/০৯৬১০৯৯১৯৯১
ই-মেইল: kulliyatulquran.ac@gmail.com
(ড. মোহাম্মদ মানজুরে ইলাহী)
চয়োরম্যান
কনফারন্সে আয়োজক কমটিি
সুন্নাহ কনফারন্সে বাংলাদশে ২০২৪